ফেসবুকের অথরাইজড এড একাউন্ট কি?
আমাদের কাছে প্রায়ই অনেকে প্রশ্ন করেন আপনাদের এড একাউন্ট অথোরাইজড কিনা। সত্যি বলতে আমাদের সবার এড একাউন্টই অথোরাইজড। আমরা সবাই ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে এড একাউন্ট ক্রিয়েট করে থাকি। সো এক্ষেত্রে এই বিজনেস ম্যানেজার বা এড একাউন্ট সম্পূর্ণ বৈধ ও কার্যকর।
তাহলে মানুষ অথরাইজড এড একাউন্ট বলতে কি বুঝে?
HTTPOOL (মাদার কোম্পানি Aleph) তারা ফেসবুকের অথোরাইজড সেলস পার্টনার। তাদের থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে এড একাউন্ট নেয়া যায়। এই এড একাউন্টকেই মানুষ সাধারণত অথোরাইজড এড একাউন্ট বলে থাকে।
HTTPOOL এড একাউন্ট কি ইউজ করা উচিত?
হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই এই HTTPOOL এড একাউন্ট ইউজ করতে পারেন। তবে এই এড একাউন্ট তাদেরই বেশি প্রয়োজন যাদের নিজস্ব পেমেন্ট মেথড (ডুয়েল কারেন্সি কার্ড) নাই। বিভিন্ন ইকমার্স সাইট যারা ফেসবুকে প্রতি মাসে কোটি টাকা স্পেন্ড করে তারা প্রায় সবাই নিজস্ব এড একাউন্ট ইউজ করে।
HTTPOOL এড একাউন্ট কি ডিজেবল হয় না?
আপনি ফেসবুকের পলিসি ভায়লেশন করলে যেকোন এড একাউন্টই ডিজেবল হবে। হোক সেটা HTTPOOL এড একাউন্ট। তবে HTTPOOL আপনাকে হেল্প করলে ডিজেবল এড একাউন্ট ফিরিয়ে আনতে।
HTTPOOL এড একাউন্ট এর পার্ফমেন্স কি বেশি ভালো হয়?
এই কথার কোন ভিত্তি নেই। আপনার এডের পার্ফমেন্স নির্ভর করে আপনার কন্টেন্ট ও অডিয়েন্স টার্গেটিং এর উপর। HTTPOOL এড একাউন্ট ইউজ করলে পার্ফমেন্স ভালো হবে এমন কোন কথা নেই।
HTTPOOL এড একাউন্ট ছাড়া অন্যদের এড একাউন্ট কি অবৈধ?
একদমই না। সব এড একাউন্টই ফেসবুকের বিজনেস ম্যানেজার ইউজ করে ক্রিয়েট করা ফলে সব এড একাউন্টই বৈধ।
পরিশেষে বলি, এড একাউন্ট আসলে মূল বিষয় না। মূল বিষয় হলো পেমেন্ট মেথড কে কি ইউজ করছে। যেমন আমরা পেওনিয়ার মাস্টার কার্ড ইউজ করে এড রান করে থাকি। অনেকেই ভার্চুয়াল কার্ড ইউজ করে ফেসবুকের পেমেন্ট ফাকি দেয় বা থ্রেসল্ড ইউজ করে পেমেন্ট ফাকি দেয়। এই ধরণের অবৈধ কাজগুলোই আপনার পেজ বা এড একাউন্টের জন্য ক্ষতিকর।
Httpool নিয়া ক্লিয়ার হয়লাম ভাইয়া
ধন্যবাদান্তে আপানার ছাত্র
very helpful blog, thanks.
Sir, world is too small in this digital world. Happy to see your content.