+8801676386302 [email protected]

ফেসবুকের অথরাইজড এড একাউন্ট কি? আসলেই কি কার্যকর?

by | Apr 16, 2023 | 2 comments

ফেসবুকের অথরাইজড এড একাউন্ট কি? 

আমাদের কাছে প্রায়ই অনেকে প্রশ্ন করেন আপনাদের এড একাউন্ট অথোরাইজড কিনা। সত্যি বলতে আমাদের সবার এড একাউন্টই অথোরাইজড। আমরা সবাই ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে এড একাউন্ট ক্রিয়েট করে থাকি। সো এক্ষেত্রে এই বিজনেস ম্যানেজার বা এড একাউন্ট সম্পূর্ণ বৈধ ও কার্যকর। 

তাহলে মানুষ অথরাইজড এড একাউন্ট বলতে কি বুঝে? 

HTTPOOL (মাদার কোম্পানি Aleph) তারা ফেসবুকের অথোরাইজড সেলস পার্টনার। তাদের থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে এড একাউন্ট নেয়া যায়। এই এড একাউন্টকেই মানুষ সাধারণত অথোরাইজড এড একাউন্ট বলে থাকে। 

HTTPOOL এড একাউন্ট কি ইউজ করা উচিত? 

হ্যাঁ, আপনি চাইলে অবশ্যই এই HTTPOOL এড একাউন্ট ইউজ করতে পারেন। তবে এই এড একাউন্ট তাদেরই বেশি প্রয়োজন যাদের নিজস্ব পেমেন্ট মেথড (ডুয়েল কারেন্সি কার্ড) নাই। বিভিন্ন ইকমার্স সাইট যারা ফেসবুকে প্রতি মাসে কোটি টাকা স্পেন্ড করে তারা প্রায় সবাই নিজস্ব এড একাউন্ট ইউজ করে। 

HTTPOOL এড একাউন্ট কি ডিজেবল হয় না? 

আপনি ফেসবুকের পলিসি ভায়লেশন করলে যেকোন এড একাউন্টই ডিজেবল হবে। হোক সেটা HTTPOOL এড একাউন্ট। তবে HTTPOOL আপনাকে হেল্প করলে ডিজেবল এড একাউন্ট ফিরিয়ে আনতে। 

HTTPOOL এড একাউন্ট এর পার্ফমেন্স কি বেশি ভালো হয়? 

এই কথার কোন ভিত্তি নেই। আপনার এডের পার্ফমেন্স নির্ভর করে আপনার কন্টেন্ট ও অডিয়েন্স টার্গেটিং এর উপর।  HTTPOOL এড একাউন্ট ইউজ করলে পার্ফমেন্স ভালো হবে এমন কোন কথা নেই। 

HTTPOOL এড একাউন্ট ছাড়া অন্যদের এড একাউন্ট কি অবৈধ? 

একদমই না। সব এড একাউন্টই ফেসবুকের বিজনেস ম্যানেজার ইউজ করে ক্রিয়েট করা ফলে সব এড একাউন্টই বৈধ। 

পরিশেষে বলি, এড একাউন্ট আসলে মূল বিষয় না। মূল বিষয় হলো পেমেন্ট মেথড কে কি ইউজ করছে। যেমন আমরা পেওনিয়ার মাস্টার কার্ড ইউজ করে এড রান করে থাকি। অনেকেই ভার্চুয়াল কার্ড ইউজ করে ফেসবুকের পেমেন্ট ফাকি দেয় বা থ্রেসল্ড ইউজ করে পেমেন্ট ফাকি দেয়। এই ধরণের অবৈধ কাজগুলোই আপনার পেজ বা এড একাউন্টের জন্য ক্ষতিকর। 

ব্র্যান্ড অথোরিটি নামে এসইওতে নতুন মেট্রিক চালু করলো MOZ

ব্র্যান্ড অথোরিটি নামে এসইওতে নতুন মেট্রিক চালু করলো MOZ

৭ আগস্ট ২০২৩ এসইওতে নতুন মেট্রিক চালু করলো MOZ। যদিও এটা শুধুমাত্র বেটা ভার্সনে আছে মানে ফুল রিলিজ হয়নি। এটা এখন শুধুমাত্র USA এর জান্য রিলিজ করেছে।  আমরা আগেই জানি ডোমেইন অথোরিটি, পেজ অথোরিটি ও স্প্যাম স্কোর নামে MOZ এর বেশ কিছু মেট্রিকস ছিল। এর সাথে তারা এখন এই নতুন...

read more
চতুর্থ শিল্প বিপ্লব – হুমকি নাকি সম্ভাবনা!

চতুর্থ শিল্প বিপ্লব – হুমকি নাকি সম্ভাবনা!

চতুর্থ শিল্প বিপ্লব হলো এক কথায় অটোমেশনের বিল্পব। যেখানে ধরা হয় মানুষের পরিবর্তে প্রাতিষ্ঠানিক ও ব্যাক্তিগত বেশিরভাগ কাজ অটোমেশনের মাধ্যমে সম্পাদিত হবে।

read more
অনলাইন ব্যবসা শুরু করতে করনীয় ও বর্জনীয়

অনলাইন ব্যবসা শুরু করতে করনীয় ও বর্জনীয়

গত কয়েক বছরে আমি বিভিন্ন অনলাইন বিজনেসের সাথে কাজ করেছি। আমার এজেন্সির মাধ্যমে কাজ করা ক্লায়েন্টের সংখ্যা অন্তত ২০০+ । সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করছি আমার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করা দরকার। আমি খুব কাছ থেকে দেখেছি, কিভাবে একটা বিজনেস ডিজিটালি প্রফিট করে বা কেনই একটা...

read more
ডোমেইন ও হোস্টিং কি? কেনার আগে জেনে নিন

ডোমেইন ও হোস্টিং কি? কেনার আগে জেনে নিন

ডোমাইন ও হোস্টিং বিষয়টা আসলে কি, এটা  নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। অনেকেই জানতে চান কোন ধরণের ডোমেইন কেনা ভালো হবে। কিংবা হোস্টিং এর ক্ষেত্রে কোন ধরণের হোস্টিং ভালো স্পিড পাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই।  ডোমেইন কি?  এক কথায় একটি ওয়েবসাইটের নামই...

read more
সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কি কি জানতে চাই

সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কি কি জানতে চাই

যেসব বিষয় অনুসরণ করে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের প্রথম পেজে অর্থাৎ সেরা দশে স্থান পায় তাই হচ্ছে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিং ফ্যাক্টর। আমরা যখন কোন একটা কিওয়ার্ড দিয়ে গুগলে বা অন্য কোন সার্চ ইঞ্জিনে সার্চ করি তখন প্রথম পেজেই ১০ টি রেজাল্ট প্রদর্শিত হয়। কিন্তু ভেবে...

read more

About the Author 

Shahriar Hasan Sornob

Shahriar Hasan Sornob

Digital Marketing Strategist

Shahriar Hasan Sornob is a professional Digital Marketing Strategist. 

His extensive specialization are Digital Marketing Consultancy, Search Engine Optimization, Content Marketing, Social Media Marketing, Email Marketing, Video Marketing, Google Analytics, Google Ads & PPC campaigns etc.  

2 Comments

  1. Rikon Roy

    Httpool নিয়া ক্লিয়ার হয়লাম ভাইয়া
    ধন্যবাদান্তে আপানার ছাত্র

    Reply

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *