কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসার যে প্রক্রিয়া তাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। Google, Yahoo, Bing, Ask ইত্যাদি হলো সার্চ ইঞ্জিনের উদাহরন। ডিজিটাল মার্কেটিং এর একটি শক্তিশালি হাতিয়ার হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সুনির্দিষ্ট কিছু প্রক্রিয়া অবলম্বন করলে সহজেই একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসা যায়। সেজন্য কোন অর্থ সার্চ ইঞ্জিনকে প্রদান করতে হয় না। তবে প্রত্যেকটি সার্চ ইঞ্জিনের কিছু এলগরিদম বা বিধিবিধান আছে। সেই এলগরিদমগুলো মেনে চললে সার্চ ইঞ্জিনের প্রথমদিকে আসা সম্ভব হয়। মনে রাখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কোন শর্টকাট নেই। কখনো কখনো কয়েক মাসের প্রক্রিয়া অবলম্বন করতে হয়। সাধারণত ৩-৬ মাসের মধ্যে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের পথম পেজে নিয়ে আসা যায়। সেজন্য ধারাবাহিকভাবে কিছু বিষয়কে মেনে চলতে হয়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রুলস ও রেগুলেশনের (নিয়ম-নিতি) ভিত্তিতে ৩ প্রকার
হোয়াইট হ্যাট এসইও – যা সার্চ ইঞ্জিনের বিধিবিধান মেনে করা হয়
ব্ল্যাক হ্যাট এসইও – যা সার্চ ইঞ্জিনের বিধিবিধান অমান্য করে অবৈধভাবে করা হয়
গ্রে-হ্যাট এসইও – যা সার্চ ইঞ্জিনের কিছু বিধান মানে ও কিছু বিধান ফাঁকি দিয়ে করা হয়
বিস্তারিত আলোচনা জানুন- সার্চ ইঞ্জিনের প্রকারভেদ
নিচে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পদক্ষেপগুলো বা এসইও চেকলিস্ট তুলে ধরা হলো ধারাবাহিকভাবে-
- Google Search Console এ ওয়েবসাইটকে ইনডেক্স করাতে হবে।
- Google Analytics এ ওয়েবসাইটকে ইনডেক্স করাতে হবে।
- Yoast SEO ইন্টল করতে হবে। (শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীর জন্য)
- কি ওয়ার্ড রিসার্চ করতে হবে (সেই কি ওয়ার্ডগুলো যেগুলো মানুষ Google এ সার্চ করে)
- Identify Low Competition Keywords with high search value
- Identify Long tail keywords
- Identify Local Keywords
- Find Questions Keywords
- বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করুন ( Social Media এবং Questions Answers ওয়েবসাইটে) ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং করুন।
- যথাযথভাবে On Page SEO করতে হবে।
- Keyword Anchor texting
- Use short URLs using post title
- Set unique Title Tag
- Set Unique Meta Tag
- Sets Keywords in Meta Description & Title Tag
- Use keywords in the content
- Using H1, H2, H3, H4 Heading as or where necessary
- Optimize Images & set Image Alter Texts
- Use synonyms (LSI- Latent Symmetric Indexing) keywords
- Use Internal & External Links
- Technical SEO এর নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করতে হবে
- Identify Crawl Errors (Those Pages cannot be found by Search Engines)
- Find out How Google Views the Selected Page
- Make Sure the website is responsive (PC, Tablet & Mobile friendly as well)
- Fix broken Links (A Links which doesn’t work)
- Secure the site using HTTPS (Ensure SSL Certificates)
- Ensure website faster loading speed
- কন্টেন্ট বা আর্টিকেলকে সুন্দরভাবে সাজাতে হবে
- Select unique content for publishing
- Use some content marketing formula
- Use Schema Markup
- লিংক বিল্ডিং বা ব্যাক লিংক এর ধাপসমূহ মেনে চলতে হবে (Off Page SEO)
- Use powerful backlinks (Guest Post, Broken Links, Web 2.0, Blog commenting etc.)
- Analyzing Competitors Backlinks (Use Reserve Backlinks where competitors created backlinks)
- Become a podcast for backlinks
- সর্বদা পরিসংখ্যান পর্যবেক্ষণ করুন (Google Analytics এ) এবং প্রয়োজনীয় পদক্ষেপগুলি সন্ধান করুন
এই চেকলিস্ট অনুসরণ করে আপনার ওয়েবসাইটটি অবশ্যই সার্চ ইঞ্জিনের প্রথম পেজে র্যাঙ্ক করবে। তথ্যসূত্রঃ জানতে ক্লিক করুন- এসইও চেকলিস্ট
পরিশেষে বলি
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি নিয়মতান্ত্রিক ও দীর্ঘমেয়াদী পক্রিয়া। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি খুব গুরুত্বপূর্ণ পক্রিয়াগুলোকে ( সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চেকলিস্ট ) উপস্থাপন করার। কিন্তু এসইও এত বড় একটি অধ্যায় যা কখনোই একটি আর্টিকেলে লিখে শেষ করা যাবে না। কমেন্ট বক্সে আপনারা যে টপিকটি নিয়ে জানতে চান লিখুন, ইনশা’আল্লাহ সম্ভব হলে আমরা অন্য একটি পোস্টে তুলে ধরবো।
Itbari seo Course ti kamon
যেকোন কোর্স করলেই কিছু না কিছু শিখতে পারবেন। তবে মনে রাখতে হবে কোর্স করাই একমাত্র শেখা নয়। অন্তত ৬ মাস থেকে ১ বছর ভালভাবে প্র্যাকটিস করলে ভাল আউটপুট পাবেন, ইনশা’আল্লাহ।
আসসালামুয়ালাইকুম ভাইয়া 🤝
আপনার লেখাগুলো ভালো লাগে তাই আপনারে ফলো করি। আপনার লেখাগুলো পড়ে প্রতিদিন নতুন কিছু না কিছু জানতে পারি। আপনার সাথে পারসোনালি কোনভাবে কথা বলা যাবে কি । খুব বেশি সময় নিতাম না ভাইয়া। Kindly যদি কথা বলার একটা সুযোগ করে দিতেন ।
#ধন্যবাদ 🙂
আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বিভিন্ন ওয়েব সাইটের অনেক লেখা দেখেছি কিন্তু আপনার লেখাগুলি খুবই তথ্যবহুল ও শিক্ষামূলক। ভবিষ্যতে আরও ভালো ভালো তথ্যবহুল লেখা আমাদের জন্য লেখবেন। ধন্যবাদ। মহান আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমীন।
অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনার ব্লগটিতে এরম আর উৎকৃষ্ট মানের পোস্ট পাব এই আশা করলাম।
I got a good idea about SEO and there is a lot to learn from it. I read every one of your blog articles and to be honest I found you with Mentor. I feel very blessed to have you visit my website in time. Web : https://www.mustakurrahman.com/